fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে কেবল রাজনৈতিক কূটনীতি নয়, অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্বারোপের আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রকার সকালে ফরেন একাডেমীর নতুন ভবন উদ্বোধন করে এমন নির্দেশনা দেন তিনি। এসময় জনগণের সমৃদ্ধিই লক্ষ্য, বলে উল্লেখ করেন সরকার প্রধান।

জাতিসংঘ অধিবেশনে, জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তি এবং ফরেন সার্ভিস একাডেমীর ভবন উদ্বোধন অনুষ্ঠানে গনভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময়, বঙ্গবন্ধুর দেখানো পথেই সরকার কূটনীতি পরিচালনা করছে বলে জানান প্রধানমন্ত্রী এবং দেশকে এগিয়ে নিতে অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দেয়ারও আহ্বান জানান সরকারপ্রধান।

দেশের জনগণের সমৃদ্ধিই আওয়ামী লীগের মুল লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, দীর্ঘ সময় স্থিতিশীল সরকারের কারণে দেশের মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখতে পাচ্ছে। এছাড়া করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button