fbpx
দুর্ঘটনাবাংলাদেশ

নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে নিহত-৩

ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নির্মাণাধীন একটি ভবনের কার্নিশ ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।  সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নির্মানাধীন ভবনটি ১০ তলা।

ধানমন্ডি থানা ও ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। নিহত তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজনের নাম শফিকুল ও অপরজনের নাম ইনসান। দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর তাঁদের দুজনকে মৃত ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button