fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

মহামারি ও জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য অভিন্ন হুমকি: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন ও মহামারিকে মানবজাতির জন্য অভিন্ন হুমকি অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার বিশ্বের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে প্রধানমন্ত্রীর একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধে শেখ হাসিনা লিখেছেন, জলবায়ু পরিবর্তন, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। এগুলো মোকাবিলা একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে মানবজাতিকে একসঙ্গে কাজ করতে হবে।

নিবন্ধে প্রধানমন্ত্রী আরও বলেন,  ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দ্রুত অভিযোজনে অর্থ ও প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জি-২০ এর কাছ থেকে আরও সমর্থন চায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button