fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ পরিবেশগত ক্ষতির সম্মুখীন: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ বড় ধরনের সামাজিক ও পরিবেশগত ক্ষতির সম্মুখীন বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ক্লাইমেট ভালনারেবল ফোরামের ভার্চুয়াল সামিটে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি মিডনাইট সারভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট শীর্ষক ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ এর লিডার্স ইভেন্টে যুক্ত হয়ে একথা বলেন। সিভিএফ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে বৈশ্বিক নেতাদের এ ভার্চ্যুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় পৃথিবীকে রক্ষায় আর দেরি না করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান ক্ষতি কমিয়ে আনতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী এবং দুর্যোগ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিবছর কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার সরবরাহ নিশ্চিত করতে বলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button