fbpx
আওয়ামী লীগরাজনীতি

গ্যাসের চাপ কমাতে বিদ্যুৎ নির্ভরশীলতা বাড়াতে হবে: নসরুল হামিদ

গ্যাসের উপর চাপ কমাতে, আগামীতে বিদ্যুৎ নির্ভরশীলতা বাড়াতে হবে, বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশে জ্বালানীর নিরাপত্তা নিয়ে, এক সেমিনারে ভার্চয়ালি যোগ দিয়ে তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশে যে হারে প্রাকৃতিক জ্বালানীর ব্যবহার বাড়ছে, তাতে করে অচিরেই গ্যাস সংকট দেখা দেবে।

এর ফলে খুঁজতে হবে বিকল্প জ্বালানি। বিদ্যুতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, তাই জ্বালানিতে বিকল্প ব্যবহার এখন সময়ে দাবি বলে ‍উল্লেখ করেন নসরুল হামিদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button