fbpx
আইন-বিচারবাংলাদেশ

কাজ‌লকে কেন জামিন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ফ‌টো সাংবাদিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকেও তলব করা হয়েছে। আগামী ১২ নভেম্বর তাকে মামলার কেস ডকেট নিয়ে আদালতে হাজির থাকতে বলেছেন আদালত। কাজলের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। গত ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর, নিখোঁজ হন কাজল। নিখোঁজের ৫৩ দিন পর ২মে রাতে, যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত থেকে অনুপ্রবেশের দায়ে কাজলকে আটকের কথা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে কারাগারে পাঠানো হয়। এর আগে ৯ মার্চ রাজধানীর শেরে বাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে প্রথম মামলা‌টি ক‌রেন মাগুরা-১ আস‌নের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

সংশ্লিষ্ট খবর

Back to top button