fbpx
খেলাধুলাফুটবল

মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ

মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ।বাংলাদেশ সময় রাত ৮টায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। মেসি-রোনালেদো দ্বৈরথের যবানিকা টেনে সিআর সেভেন চলে গেছেন, তবে উত্তেজনা কমেনি এক ফোঁটাও।

রোনালদোর জায়গায় রিয়ালের তরুণদের আগমনী বার্তা শোনা যাচ্ছে। তবে, ক্লাসিকোর আগে রিয়াল শিবির কিছুটা ব্যাকফুটে। লা-লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে হেরেছে ব্যাক টু ব্যাক ম্যাচ। ইনজুরি লিস্টটাও লম্বা।

হ্যাজার্ড, কারভাহাল, ওডেগার্ড, মারিয়ানো দিয়াজ সবাই মাঠের বাইরে। তবে চোট কাটিয়ে সার্জিও রামোসের ফেরায় স্বস্তিতে কোচ জিনেদিন জিদান। বার্সেলোনার গোলরক্ষক টার স্টেগান নেই। তবে চোট কাটিয়ে ফিরেছেন জর্ডি আলভা। পিয়ানিচ-ডেম্বেলারাও ফিট। মেসির সাথে ফাতিও আছেন ফর্মে।

কোম্যানের একটাই সমস্যা গ্রিজম্যানের ফর্মে না থাকা। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সা টেবিলের ৯ নম্বরে। একম্যাচ বেশি খেলা রিয়াল ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। তালিকায় ওপরে উঠতে দুই দলের জন্যই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button