fbpx
আইন-বিচারবাংলাদেশ

হাজী সেলিমের ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপি পুত্র ইফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সকালে ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করেন ওই কর্মকর্তা।

রোববার রাতে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় হাজী সেলিমের ছেলে ইফরানের গাড়ি মোটরসাইকেলে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম আহমেদ খান ও তার স্ত্রীকে ধাক্কা দেয়।

পরে নৌ কর্মকর্তা ওয়াসিম ধাক্কা সামলে গাড়িটির সামনে দাড়ালে তাকে বেধড়ক মারধর করে হাজি সেলিমের ছেলে ইফরান সেলিম ও তার সহযোগিরা। রাতেই ধানমণ্ডি থানায় জিডি করেন ভুক্তভুগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম।

এ ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button