fbpx
জনদুর্ভোগবাংলাদেশ

নিয়ন্ত্রণে আসছেই না নিত্যপণ্যের বাজার

প্রথম পর্ব

কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না দেশের নিত্যপণ্যের বাজার। পেঁয়াজ-তেল-আলুসহ বিভিন্ন সবজির দামের উর্ধগতিতে ক্রেতা সাধারণের নাভিশ্বাস অবস্থা হলেও, কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর যেন কেউ নেই!

এজন্য অসাধু ব্যবসায়ীদের ওপর দায় চাপিয়েই খালাস বাণিজ্য মন্ত্রণালয়। আর, ‘বাজার নিয়ন্ত্রণ খুব কঠিন কাজ’ বলে নিজের অসহায়ত্বের জানান দিল কৃষি মন্ত্রণালয়।

করোনা মহামারিতে মানুষের আয় না বাড়লেও, অব্যাহতভাবে সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে ভোক্তারা। বাজারে সরকারের নজরদারির দূর্বলতার কারণেই লাগামহীনভাবে পণ্যমূল্য বাড়ছে বলে মনে করেন সাধারণ ক্রেতারা।

সাম্প্রতিক বাজারে পাঁচ-ছয় ধরনের সবজির দাম ১০০ টাকার ওপরে। আট-দশ ধরনের সবজি ৬০ টাকার বেশিতে বিক্রি হচ্ছে। অন্য আরও পাঁচ-ছয় রকমের সবজি মেলে কেজিপ্রতি ৫০ টাকায়। আর, তিন থেকে চার ধরনের সবজির দাম ৪০ টাকার ঘরে। তবে, কাঁচা মরিচ এখনও বিকোচ্ছে, ২০০ টাকা কেজি দরে।

এদিকে, পর্যাপ্ত আলু মজুদ থাকলেও সরকারের বেধে দেয়া দাম মানছেন না ব্যবসায়ীরা। তবে বাজার মনিটরিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পুর্বাভাস সেলের কার্যকর পদক্ষেপ দেখা না গেলেও, উর্ধ্বমূল্যের দায় নিতে নারাজ বাণিজ্যমন্ত্রী।

আর, বাজার নিয়ন্ত্রণে নিজের অসহায়ত্বের কথা জানালেন কৃষিমন্ত্রী। সবশেষ ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায়, বাড়তি ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button