fbpx
প্রধানমন্ত্রীবাংলাদেশ

দেশের সীমান্ত এখন অনেক সুরক্ষিত: প্রধানমন্ত্রী

দেশের সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিহ্নিত সীমান্ত রক্ষায় যা কিছু প্রয়োজন সরকার তা করেছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিজিবি এয়ার উইং এর জন্য হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে, তিনি একথা বলেন। এর মাধ্যমে, বর্ডার গার্ড বাংলাদেশ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি এয়ার উইং এর দুটি এম আই-১৭১-ই হেলিকপ্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির সদাসতর্ক ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের মাধ্যমে বিজিবির উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়াও দেশের চিহ্নিত সীমান্ত রক্ষায় যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নিচ্ছে সরকার।

অনুষ্ঠানে সরকারপ্রধান আরও বলেন, ২০০৯ সালে পিলখানা বিদ্রোহের অনাকাঙ্খিত ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ, জাতি ও বাহিনীর ক্ষতি করেছে।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button