
করোনাকালে বিরতির পর, দুর্দান্ত এক জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলো বাংলাদেশ। বঙ্গবন্ধু ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবলাররা। একইসঙ্গে সাত বছর পর হিমালয়ের দেশটিকে হারালো জামাল ভূঁইয়ার বাহিনী।
লম্বা বিরতির পর দেশের মাটিতেই আন্তর্জাতিক ফুটবলে ফেরা। উজ্জীবিত বাংলাদেশ মেললো আক্রমণাত্মক ফুটবলের পসরা। নেপালকে হারিয়ে বাংলাদেশ রাঙিয়ে রাখলো ফেরার দিনটি। জেমি ডে’র অ্যাটাকিং লাইনআপ। ৪-২-৩-১ ফর্মেশনে অভিষেক গোলরক্ষক জিকো আর একমাত্র স্ট্রাইকার সুমন রেজা। নেপালিদের ডিফেন্সকে ভেঙ্গে দিয়ে কখনো, গোল করার ফাঁক-ফোকর খুঁজে নিচ্ছেন ইব্রাহিম, আবার কখনো-বা তপু, জীবনরা।
এগিয়ে যাওয়ার মিশনে সমর্থকদের খুব বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি স্বাগতিকরা। ম্যাচের দশম মিনিটে জীবনের গোল, যেন হোম অব ফুটবল ফিরে পেলো হারানো প্রাণ।
করোনা ভাইরাসের থাবায় আট খেলোয়াড়কে হারানো নেপালকে প্রথমার্ধের পুরোটা সময় চাপে রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো ধারালো বাংলার ফ্রন্টলাইন। মানিকের বদলি নামেন স্ট্রাইকার সোহেল রানা। জীবন-জামালকে তুলে বিপলু আহমেদ ও সুফিলকে নামান কোচ। কিন্তু দলের আক্রমণে ঝাঁঝ ছিল না মোটেও। তবে রিয়াদুল হাসান-বিশ্বনাথ-রহমত মিয়া-তপুতে সাজানো রক্ষণভাব ছিল জমাটবাঁধা।
পরে ম্যাচের ৮০ মিনিটে সুফিলের দারুণ গোল, ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজরা। তাতে জয়ের আনন্দে মাতে গোটা স্টেডিয়াম। মঙ্গলবার বিকেল পাঁচটায় হবে সিরিজের শেষ ম্যাচ।
বাংলাটিভি/শহীদ