
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৭৭ টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩১ জন। এনিয়ে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হলো ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন। মোট সুস্থ ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ১১৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৭৭টি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন আর নারী চার জন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬৪০ জন এবং ছাড় পেয়েছেন ৭৩৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ১৪২ জন আর ছাড় পেয়েছেন ৭৯ জন।
বাংলাটিভি/শহীদ