
দেশের বাইরে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলা প্রত্যেকের বিরুদ্ধেই দুদকের কাছে তথ্য রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনতে, অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান।
শনিবার সকালে তেজগাঁওয়ে বিএফডিসিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায়, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ডিবেট ফর ডেমোক্র্যাসির আয়োজনে ছায়া সংসদে বিতর্কের বিষয় ছিলো দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা।
এতে সরকারী দল হিসেবে অংশ নেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অপরদিকে বিরোধী দল হিসেবে নিজেদের যুক্তি তুলে ধরে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজীর সাবেক বির্তার্কিকরা। সুন্দর যুক্তি খন্ডনের মধ্য দিয়ে, বিতর্কে বিজয়ী হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।