
দুই সপ্তাহের বিরতির পর, আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে রেঁনের মুখোমুখি হবে চেলসি। একই সময় ক্রাসনোদারের প্রতিপক্ষ সেভিয়া। রাত ২টায় ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামছে মেসিহীন বার্সেলোনা।
পিএসজির বিপক্ষে লড়বে লিপজিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ বাশাক শেহরি। জুভেন্টাস খেলবে ফেরেঙ্কোভারোনের বিপক্ষে।
শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয়। লা-লিগার শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে বার্সেলোনা পিছিয়ে পড়েছে ১২ পয়েন্টে। ২৫ বছরের ইতিহাসে এমন বাজে মৌসুম আর আসেনি বার্সার। দলের প্রধান ডিফেন্ডার জেরার্ড পিকে আর সার্জিও রবার্তো ইনজুরির পর, আজকের ম্যাচে লিওনেল মেসিও না থাকায় ডায়নামো কিয়েভের বিপক্ষে বড় পরীক্ষায় কাতালানরা।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের এইচ’ গ্রুপে ঘরের মাঠে লিপজিগের মুখোমুখি হবে পিএসজি। গোল খরায় ভুগছেন দলের সবচেয়ে বড় দুই ভরসা নেইমার ও কিলিয়ান এমবাপে। আসরের শেষ পাঁচ ম্যাচে জালের দেখা পাননি তারা। কোচ টুখেলের আশা, দলকে কক্ষপথে ফেরাতে আজকের ম্যাচেই গোল পাবেন নেইমার-এমবাপেরা।
অপর খেলায়, জুভেন্টাস আজ আতিথ্য দেবে ফেরেঙ্কভারোসকে। নিজেদের মাঠে জয় পেলেই, নক আউটের পতে অনেকটা এগিয়ে যাবে তুরিনের ওল্ডলেডিরা। লিগে অবস্থা এখন স্বস্তিদায়ক হলেও আসরে খুব একটা ভালো নয় পিরলো বাহিনীর।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি