fbpx
অন্যান্যবাংলাদেশ

আয়কর জমার শেষ দিনে ভিড়

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ। রাজধানীর বিভিন্ন কর অঞ্চলে ব্যাপক উৎসাহ নিয়ে আয়কর দিতে আসেন করদাতারা। এছাড়া জনগণের দেয়া কর সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে, ধানমন্ডিতে নতুন স্বয়ংক্রিয় মেশিন প্রদর্শন করা হয়েছে।

এ বছর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা না বাড়ায়, আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনে সকাল থেকেই ছিলো করদাতাদের উপচে পড়া ভীর। তবে করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধির ব্যাপারে অনেকেই ছিল উদাসীন।

এদিকে, জনগনের দেয়া রাজস্ব সহজিকরণে EFD ও SDC স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে অবহিত করতে, রাজধানীর ধানমন্ডিতে সেমিনারের আয়োজন করা হয়। এসময়, জনগনের কাছে থেকে নেয়া সরকারের আমানত রক্ষার আহ্বান জানান বক্তারা।

স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার পর্যায়ক্রমে সারাদেশে নিশ্চিত করা হবে বলে জানান কর সংশ্লিষ্টরা।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button