
১৫ বছর পর লা-লিগায় ফেরা কাদিসের কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। এমনকি পয়েন্ট তালিকায়ও কাতালান জায়ান্টদের পেছনে ফেলে দিয়েছে অখ্যাত দলটি।
শক্তি-সামর্থ্যে যোজন যোজন এগিয়ে থাকা বার্সাকে হারানোর জন্য গতিময় ফুটবলের ঘোষণা দিয়েছিলেন কাদিস কোচ। মাঠে অবশ্য তার প্রতিফলন দেখাতে পারেনি তার দল। কিন্তু ঠিকই ২-১ গোলে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা।
অন্যদিকে সেভিয়ার মাঠ থেকে জয়ের স্বস্তি সঙ্গী করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে জিতেছে তারা।