আন্তর্জাতিকইউরোপ
ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ৫

ফ্রান্সের আল্পস পবর্তমালায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন, ফ্রান্সের কর্মকর্তারা। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি, তবে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিবিসি জানিয়েছে, বেসরকারি কোম্পানির মালিকানাধীন হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় বোনভিলা শহরের কাছে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ২ জন পাইলট, দুজন উয়িঞ্চ অপারেটর ও দুই জন মাউন্টেইন রেসকিউ কর্মী ছিলেন।
বিপদ সঙ্কেত জানানোর পর পাইলট হেলিকপ্টারটি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।