fbpx
অন্যান্যবাংলাদেশ

নিম্নমুখী রাজধানীর কাঁচাবাজার

রাজধানীর বাজারে অনেকটাই কমে গেছে বেশিরভাগ শীতের সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়লে আরও কমে আসবে বাজারদর। এদিকে, নতুন আলু আর পেঁয়াজ বাজারে আসায়, বছরজুড়ে ক্রেতাদের ভোগান্তিতে রাখা এ পণ্য দুটির দামও সহনীয়। এ ছাড়া, মাছ মাংসসহ সকল নিত্যপণ্যের দামও রয়েছে স্থিতিশীল।

ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে বাজারে উঠেছে শীতকালীন প্রায় সব ধরনের সবজি। ফুলকপি, বাধাকপি, বেগুন, মুলা, শিম, লাউ, শালগম, দেশি টমেটোসহ বিভিন্ন সবজিতে যেন ভরপুর রাজধানীর বাজারগুলো।

বছরজুড়ে ক্রেতাদের ভোগান্তি বাড়ানো আলু আর পেঁয়াজও বাজারে এসেছে বেশ  ক’দিন আগেই। সে কারণে এ দুই পণ্যের দামও কমেছে গেল সপ্তাহের চেয়ে। নতুন পণ্য আসায় কমেছে পুরনো আলু আর পেঁয়াজের চাহিদাও।

বিক্রেতা বলছেন, চাহিদা অনুযায়ী সবজি বাজারে আসায় দাম নেমে এসেছে অনেকটাই। আগামীতে সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলেও জানান তারা। তবে, সবজির দাম অনেকটা কমলেও, এখনো তা সহনীয় নয় বলে মনে করেন ক্রেতারা।

এদিকে, নদ-নদী খালবিলের পানি নেমে যাওয়ায়, বাজারে দেশি মাছের যোগানও বেশ ভালো। সে কারণে, প্রায় সব রকম মাছের দামও নিম্নমুখী। এ ছাড়া গরু খাসি ও মুরগিসহ অন্যান্য নিত্যপণ্যও বিক্রি হচ্ছে আগের দামেই।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button