
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে পানি ঘোলাটে করার কোন সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রাথমিকভাবে ডিএমপি ও সিএমপিতে আগামীকাল থেকে এই কার্যক্রম শুরু হবে জানিয়ে, পর্যায়ক্রমে সারাদেশে চালুর কথা জানান আইজিপি।
এসময় তিনি বলেন, শুধু পুলিশ বাহিনী বাহ্যিক পরিবর্তন করলে হবে না, তাদের ভেতরের পরিবর্তনও দরকার। আচরণের গুণগত পরিবর্তন ছাড়া জনবান্ধব পুলিশ গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান ড. বেনজীর।