fbpx
খেলাধুলাক্রিকেট

শাস্তি পেলেন মুশফিকুর রহিম

সতীর্থ খেলোয়াড়কে মারতে উদ্যত হওয়ায় মুশফিকুর রহিমকে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনতে হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এতথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মুশফিক কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন। যেটি আসলে লেভেল-১ মাত্রার অপরাধ। ফলে তার আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে বিসিবি।

তার বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের রিপোর্ট করেছেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুল রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান। আর শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। মুশফিক নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button