পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে বন্ধ থাকা পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবিতে, সিলেটে মানববন্ধন করেছেন অভিবাসন প্রত্যাশীরা।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে, ইউএসএ ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ। এসময় বক্তারা বলেন, গত ৮ মাস আগে ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশে, চলমান ইমিগ্রেশন ভিসার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়।
একারণে বাংলাদেশের প্রায় ২০ হাজার ভিসাপ্রার্থী ভিসা না পেয়ে দীর্ঘসূত্রিতায় পড়েছেন। একই সমস্যায় পড়েছে বিশ্বের প্রায় তিন লাখ ভিসাপ্রার্থী। এ অবস্থায় ভুক্তভোগীরা পরিবারসহ, উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।অনিশ্চিত হয়ে গেছে অনেকের ভবিষ্যত।
বন্ধ থাকা ইমিগ্রেশন ভিসা দ্রুত চালুর দাবিতে বাংলাদেশ সরকার,মার্কিন সরকার,পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের দুতাবাসের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবী জানানো হয়। মানববন্ধন থেকে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানো হয়।