
স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার সাথে ২-২ গোল ব্যবধানে ড্র করেছে বার্সেলোনা। শনিবার রাতের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করার মধ্য দিয়ে, এক ক্লাবের হয়ে ৬৪৩ গোলের রেকর্ড গড়ে পেলের নামের পাশে জায়গা করে নেন লিওনেল মেসি।
এই কীর্তির জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। বার্সেলোনায় মেসির সুন্দর ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান তিনি।
টুইট বার্তায় পেলে লিখেন, আমার আর মেসির মত দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। ১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে।
অন্যদিকে মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন বার্সাতেই। ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোলটি করেন মেসি।