
ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করলো ম্যানচেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৬-২ গোলে বড় জয় রেড ডেভিলসদের। এই জয়ে ১৩ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট তুলে, লিগ টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের দ্বিতীয় মিনিটে স্কট ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকিরা। এক মিনিট পরই নিজের দ্বিতীয় গোলটি করেন স্কটল্যান্ডের এই মিডফিল্ডার। ২০ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩৭ মিনিটে ব্যবধান আরো বাড়ান ভিক্টর লিনদেলোভ।
বিরতির আগে লিগে লিডসে হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান লিয়াম কুপার। ৬৬ মিনিটে ব্যবধান আবার বাড়িয়ে নেন ড্যানিয়েল জেমস। এরপর সফল স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলের সংগ্রহ দাড়ায় ৬ গোল।