
বড়দিনে উৎসবের আমেজ বিশ্ব ক্রীড়াঙ্গনে। যদিও এবার করোনা মহামারির কারণে ঘরে বসে থাকা, তারপরও ভক্তদেরকে স্যান্টাক্লজের শুভেচ্ছা জানাতে ভোলেননি তারকা খেলোয়াড়রা।
ফেসবুকে, স্যান্টাক্লজের পোশাক পরে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানান, বিশ্ব ফুটবল তারকা লিওলেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোও নিজের মতো করে বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া অন্যান্য ক্রীড়া জগতের তারকাও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে, সারাবিশ্বের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় ক্রীড়া তারকারা বলেন, বন্ধুরা আজকের দিনটি ভালোবাসা উদযাপনের। এই বছরটা আমাদের কাছে একেবারেই ভিন্ন।
আমরা যেভাবে উদযাপন করে অভ্যস্ত, এই সময়টা তেমন নয়। সবার শান্তি, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করছি। ২০২১ সাল সকলের জন্য ভালো কিছু বয়ে আনবে।