বিশ্ববাংলা
দ. আফ্রিকায় করোনায় বাংলাদেশির মৃত্যু

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম নামে, এক বাংলাদেশি মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রেস্টে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল।
জানা যায়, গত দু’সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নে। এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন সাইফুল।