
লা-লিগায় ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে গেতাফেকে। বছরের শেষ ম্যাচের জয়ের নায়ক উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ।
২০ মিনিটে দুর্দান্ত হেড থেকে দলকে এগিয়ে দেন তিনি। চলতি লিগে ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫ নিয়ে সবার ওপরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
শিরোপা জয়ের পথে আক্রমণভাগে ভরসা অভিজ্ঞ সুয়ারেজ ও তরুণ তুর্কী হোয়াও ফেলিক্স। কোচ সিমিওনের অধীনে এখন পর্যন্ত ৩০১ ম্যাচ জিতেছে রোহি ব্লাঙ্কোসরা।