
আগামী ২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এই ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ভারতের সেরামের ভ্যাকসিন চলতি মাসের শেষের দিকে আসবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত আইন, ২০২১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া, বৈঠক শেষে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মন্ত্রিসভা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদনের বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রীসভায় নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি নিশ্চিতে, সংশ্লিষ্ট সবাইকে আরো যত্নবান হওয়ার পরামর্শও দেন সরকারপ্রধান।
হাকিম মোড়ল, বাংলা টিভি