
জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে কমপক্ষে ১৫ গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।
পর্তুগিজ উইঙ্গারের এমন অসামান্য কীর্তির ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। রোববার রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সাম্পাদোরিয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে, ম্যাচে গোল করে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে নাম লেখালেন রোনালদো।
দুজনেরই গোলসংখ্যা ৭৫৯টি করে। তালিকার চারে আছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ৭৪৬ গোল করে। এরপরে আছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও।