
করোনা ও ডেঙ্গুর মতো রোগ নিয়ন্ত্রণে, সামাজিক সচেতনতা বাড়াতে গনমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সকালে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে এক কর্মশালায় এ আহবান জানানো জানানো হয়।
সকালে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে করোনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে, গণমাধ্যম কর্মীদের নিয়েদিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জেলা সিভিল সার্জন আবু হোসেন মোঃ মঈনুল আহসান। সবার মাঝে সতর্কতা বাড়ানোর আহবান জানান তিনি।
অংশগ্রহণকারি গণমাধ্যম কর্মীরাও মনে করেন, মানুষকে সচেতন করা গেলে রোগক্রান্ত হওয়া থেকে দুরে রাখা যাবে।
সামাজিকভাবে সবাইকে সচেতন করতে এমন কর্মশালা জরুরী বলে মনে করেন সংশ্লিষ্ট।
বাংলাটিভি/শহীদ