fbpx
দেশবাংলা

কমতে শুরু করেছে শৈত্যপ্রবাহের দাপট

দেশে চলমান শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করেছে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮  ডিগ্রি।

এদিকে, কুড়িগ্রামে শীতের প্রকোপ না কমায় দুর্ভোগ বেড়েছে মানুষের। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। সন্ধ্যা নামার সাথে সাথেই ঘন কুয়াশার সাথে নেমে আসছে কনকনে ঠান্ডা। এ অবস্থায় হত দরিদ্র ও নদ-নদী তীরবর্তী পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন।

অন্যদিকে, হিমেল হাওয়ায় ও শীতের তীব্রতায় আজও কাঁপছে মৌলভীবাজার। হাঁড় কাপানো শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি  সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঘন কুয়াশা কেটে গেলেও শীতের তীব্রতা কমছেনা। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button