
সাউদাম্পটনকে পাত্তাই দিলো না ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রতিপক্ষকে ৯ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলসরা।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু এবং শেষ দিকে দুই লাল কার্ড পাওয়া সফরকারীদের গোল বন্যায় ভাসায় রেড ডেভিলসরা। জোড়া গোল করেছেন অ্যান্থনি মার্সিয়াল। একটি করে গোল করেন, অ্যারন ওয়ান-বিসাকা, মার্কাস রাশফোর্ড, এডিনসন কাভানি, স্কট ম্যাকটমিনে, ব্রুনো ফার্নান্দেস ও ড্যানিয়েল জেমস। বাকি গোলটি হয় আত্মঘাতী।
এদিন তৃতীয় দল হিসেবে সর্বোচ্চ গোলে জয়ের রেকর্ড ছুঁয়েছে ম্যান ইউ। দিনের আরেক ম্যাচে, আর্সেনালকে ২-১ গোল ব্যবধানে উলভারহাম্পটন।