দেশবাংলা
মডেলিংয়ের কথা বলে গণধর্ষণ, আটক ৫

গাজীপুরের কাশিমপুরের হাতিমারা এলাকায় এক অভিনয় শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে, পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা জানান, ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে, কাশিমপুর থানাধীন বর্ষাডাঙ্গা এলাকায় ডেকে নেয়, ওই অভিনয় শিল্পীকে।
পরে তার বাসার একটি ঘরে আটকে রেখে, পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। এ ঘটনায় মামলা হলে, পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, ঢাকার নবাবগঞ্জে সংখ্যালঘু বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে,কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা এলাকা থেকে মো. সাহেদ আলী ও বাহার মাতবর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।