নবাবগঞ্জে বিধবাকে গণধর্ষণ, গ্রেফতার ২

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে, মঙ্গলবার দুপুরে কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা এলাকা থেকে মো. সাহেদ আলী (৫০) ও বাহার মাতবর (৪০) কে গ্রেফতার করেছে। সাহেদ ঐ গ্রামের মৃত শেখ সুলতানের পুত্র ও বাহের খৈমদ্দিনের পুত্র।
পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ১টায় তেলেঙ্গা ও কৈলাইল গ্রামের পাশে খুদু মেম্বারে বাগান সংলগ্ন নির্জন স্থানে, সাহেদ আলী ও বাহার মাতবর ওই এলাকার বিধবা মহিলাকে জোর পূর্বক ধর্ষণ করে বলে ধর্ষিতার স্বজনরা থানা পুলিশকে অবগত করে।
এ বিষয়ে কৈলাইল ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াড মেম্বার বিজয় বাড়ৈ ও কৈলাইল গ্রামের বাসিন্দা জুয়েল কুমার সিং বলেন, একজন দিনমুজুর বিধবা মহিলাকে যে পাশবিক তান্ডব চালিয়েছে তা খুবই দু:খজনক। আমরা এলাকাবাসীর হয়ে তার সুষ্ট বিচার চাই। যারা এই ঘটনায় জড়িত তাদের দ্রুত শাস্তি দেওয়া হোক।
এঘটনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, সংবাদ ও অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ২ ধর্ষককে গ্রেফতার করে। এছাড়া ভূক্তভোগী নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে।
আব্দুর রব, নবাবগঞ্জ প্রতিনিধি