
মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে, প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম সিরিজের প্রথম টেস্টে ১৭১ রানের এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে, শুরুতেই উইকেট হারায় ক্যারিবিয়রা। দিনের প্রথম ব্রেক থ্রু এনেদেন স্পিনার তাইজুল ইসলাম। দলীয় ১৩০ রানে প্যাভিলিয়নে ফেরেন ক্রিগ ব্রাথওয়েট। ৭৬ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান নাঈম শেখ। আর কাইলস মায়ারকে নিজের শিকার বানান মেহেদী হাসান মিরাজ।
ষষ্ঠ উইকেটে ৯৯ রানের শক্ত জুটি গড়েন ব্লাকউড-জসুয়া ডি সিলভা। কিন্তু চা বিরতির আগে নাঈম শেখের স্পিনে ভাঙ্গে তাদের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। মিরাজ ফেরান ব্রাথওয়েটকে। উইকেটে টিকতে পারেন নি কেমার রোচ এবং কর্ণওয়ালও।তাইজুল ফেরান ওয়ারিকানকে।
এদিকে, পায়ের ইনজুরির কারণে মাঠে নামতে পারেন নি সাকিব আল হাসান। সন্ধ্যায় তার স্ক্যান রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেবে টিম অফিসিয়াল।