fbpx
খেলাধুলাফুটবল

ইপিএলে ছন্দে ম্যানসিটি

স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও, ফ্রান্সিসকো ত্রিণকাওয়ের কল্যাণে জয় পেলো বার্সেলোনা। রিয়াল বেটিসকে হারালো ৩-২ গোল ব্যবধানে। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার পথে আরো এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। লিভারপুলের মাঠেই সিটিজেনরা জয় পেয়েছে ৪-১ গোল ব্যবধানে।

লিভারপুল-ম্যানসিটি লড়াই, অ্যানফিল্ডের ডাকআউটে ইয়ুর্গেন ক্লপ বনাম পেপ গার্দিওলা, মানসিক চাপে দুই কোচের ফরমেশন মিলে গেছে ৪-৩-৩। প্রথমার্ধে বল দখলের যুদ্ধ সমান তালে, বিরতির পর হোস্টদের পেয়ে বসে সিটিজেনরা। ৪৯ মিনিটে গুনদোয়ান হ্যামারে এগিয়ে যায় সিটি।

তবে বেশিক্ষণ স্থির হয়নি লিড, ৬৩ মিনিটে মোহাম্মদ সালাহ স্পটকিকে গোল করে সমতা ফেরান ম্যাচে। বাকি সময়টা সিটিজেনদের আধিপত্য। গুণে গুণে আরো তিনবার, স্বাগতিকদের জালে বল জড়ানো ছন্দ। তাতে ৪-১’এর বিশাল এক জয়।

এদিকে, লা লিগায় রিয়াল বেটিস-বার্সেলোনা ম্যাচের প্রথমার্ধে সাইড বেঞ্চে ছিলেন মেসি। ৩৮ মিনিটে বোরহা ইগলেসিয়াসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ৬৮ মিনিটে ভিক্টোর রুইজের আত্মঘাতি ২-১ এ এগিয়ে যায় কাতালানরা।

তবে ৭৫ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে বেটিসকে ২-২ এ ম্যাচে ফিরিয়ে দায় মুক্ত হন রুইজ। পরে ৮৭ মিনিটে ত্রিনকাওয়ের গোলে ৩-২ এর জয় নিশ্চিত হয় বার্সার।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button