fbpx
খেলাধুলাফুটবল

বিপিএল ফুটবলে আজ তিন ম্যাচ

বিপিএল ফুটবলে আজ রয়েছে তিনটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে কিছুক্ষণ আগে কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে বাংলাদেশ পুলিশ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিছুক্ষণ ঢাকা আবাহনীর বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আবাহনী। দলগত পারফরম্যান্স করে জয়ের ধারা বজায় রাখতে চায় আকাশী-নীলরা।

অন্যদিকে, সন্ধ্যা ছয়টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি শেখ জামাল। টানা ৫ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে মানিকের দল। এবারও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ধানমন্ডির জায়ান্টরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button