
১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। সবঠিকঠাক থাকলে যথা সময়েই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা তৌকীর আহমেদ। তবে পরবর্তীতে কোনও ওটিটি প্লাটফর্ম থেকে প্রস্তাব পেলে সেটা বিবেচনা করা হবে বলে জানান তিনি।
ডিসেম্বরে ঘোষণার পর ইতোমধ্যে ছবির দৃশ্যধারণের শেষ হয়েছে; ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে কলকাতায়। মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে ‘তোমার নামে’ শিরোনামে ছবির একটি গান প্রকাশ করা হয়েছে; গানটি দর্শক-শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে।
এ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ডকে ঘিরে। এতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।