আন্তর্জাতিকবাংলাদেশ
কানাডায় সড়ক দুর্ঘটনায়, তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডার ম্যানিটোবায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে, আরবর্গ শহরের উত্তরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,আদিত্য নোমান,আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তারা প্রত্যেকেই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র।
দেশটির পুলিশ জানায়, আরবোর্গ সংলগ্ন হাইওয়ে সেভেনে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে, তিনজন প্রাণ হারায়। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যায়। গাড়ি চালক এক নারীকে আশংকাজনক অবস্থায় উইনিপেগের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ