fbpx
বাংলাদেশঅন্যান্য

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তে শিক্ষার্থীদের সন্তোষ

করোনা মহামারীতে একবছর বন্ধ থাকার পর আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তারা ক্লাসে ফিরতে চায় নতুন উদ্যোম নিয়ে।

তবে করোনার সংক্রমণ থেকে অন্যকে নিরাপদ রাখতে, স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে নিজেদের মানসিক প্রস্তুতির কথা জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে, রমজানে মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার ক্ষেত্রে আরো কিছুটা সমন্বয়ের আহ্ববান অভিভাবকদের।

দেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে, গত বছরের ১৭ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় ছুটির মেয়াদ বাড়িয়ে, অনলাইনে চালানো হয়েছে শিক্ষা কার্যক্রম।

করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে আসায়, সাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ  খুলে দেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে যেন প্রাণ ফিরেছে। শিক্ষার্থীরা বলছে, দীর্ঘদিন ঘরবন্দীর একঘেয়ে পরিবেশ কাটিয়ে, আবারো ক্লাসে গিয়ে দ্রুত পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে।

নিজের এবং অন্যদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে, যথাযথাভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হতে প্রস্তুতির কথাও জানালো তারা।

অন্যদিকে, অভিভাবকরাও শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে স্বাগত জানিয়েছে। তবে রমজানের সময়টায়, আরো কিছুটা শৈথিল্যের সাথে পার করারও মত অনেকের। করোনাকালে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরোয়া একঘেঁয়ামিতে শিশু-কিশোরদের মানসিক উদ্যোম কমেছে। আবারো স্কুল-কলেজ প্রাঙণে সহপাঠিদের সাথে শিক্ষার আনন্দে তারা মেতে উঠবে এমনটাই প্রত্যাশা সবার।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button