
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশন (দুদকে) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থার উপপরিচালক সেলিনা আক্তার।
গত বছরের ১৬ই আগস্ট অবৈধ লেনদেন, মুদ্রা পাচার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আমির খসরুকে তলব করা হয়। ওই নোটিশে ২৮শে আগস্ট হাজির হতে বলা হয়। উচ্চ আদালতে রিট মামলা বিচারাধীন থাকার কারণ দেখিয়ে আমীর খসরু মাহমুদ দুদকে হাজির হননি। আইনজীবীর মাধ্যমে সময় চান তিনি।
গত ৫ই সেপ্টেম্বর আমীর খসরু মাহমুদকে দুদকে হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।