fbpx
অন্যান্য

বীমা শিল্পের অগ্রগতি লক্ষণীয় নয়

দেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় খাত হলেও বিগত ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়েছে বীমা শিল্পের অগ্রগতি সেভাবে লক্ষণীয় নয়। তবে এবার দিন বদলের সুবাতাস বইছে দেশের বীমা শিল্পে। বৈশ্বিক বীমার সাথে তাল মিলিয়ে গ্রাহক সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে এমনটাই বলছেন, সংশ্লিষ্টরা।

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার সুপারিশ পেয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে, জাতির জন্য নিঃসন্দেহে যা একটি বড় অর্জন। অনেক দেশের সাথে এমন অর্জনের বাংলাদেশকে তুলনা করলে অন্যান্যখাত যতটা এগিয়েছে ততটাই পেছনের দিকে দেশের বীমা খাত।

বাংলাদেশে বর্তমানে সাধারণ ও জীবন বীমা খাতে ৭৮টি কোম্পানি রয়েছে। এখোনো অনেক বীমা কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি। টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি শক্তিশালী বীমা খাত গড়ে তোলার এখনই সময় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা সম্প্রতি বীমা প্রতিনিধির জন্য কমিশন শূন্য শতাংশে নামিয়ে আনায় বীমা কোম্পানিগুলোর মধ্যে কমিশনের প্রতিযোগিতা বন্ধ হয়ে নিট মুনাফা বাড়বে যা এই খাতে নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button