
গেলো ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারিতে মোট প্রাণহানি ৮ হাজার ৪শ’ ৫১ জনের। একই সময়ে ৫শ’ ৪০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৫ লাখ ৪৯ হাজার ৭শ’ ২৪ জন। একদিনে সুস্থ হয়েছে ৮শ’ ২২ জন। মোট সুস্থ ৫ লাখ ১ হাজার ৯শ’ ৬৬ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, অ্যান্টিজেনসহ ১৩ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার চার দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ছয় জনের মধ্যে সাত জন পুরুষ, তিন জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে চার জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুই জন চার জন। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে এক জন দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১০ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছররের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যরে এক জন রয়েছেন।
গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।