fbpx
বাংলাদেশঅন্যান্য

১৮ মার্চ বইমেলার ভার্চ্যুয়ালি উদ্বোধন

সর্বোচ্চ স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করেই এবারের অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে, যেকোনো সময় স্থগিত করা হতে পারে বইমেলা।

মঙ্গলবার, বাংলা একাডেমীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, বইমেলা মাসব্যাপী চলবে বলে আশা করা হচ্ছে। তবে করোনা সংক্রমণ যদি বাড়ে, তখন প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

এসময় বাংলা একাডেমী মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, করোনা পরিস্থিতি মাথায় রেখে এবার মেলার পরিসর দ্বিগুণ করা হয়েছে। আছে স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা। আগামী ১৮ মার্চ একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button