fbpx
বাংলাদেশঅন্যান্য

দ্বিপক্ষীয় বৈঠকে শেখ হাসিনা-রাজাপাকসে

বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। শনিবার (২০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের আগে বন্ধু প্রতিম দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্তে বৈঠক অনুষ্ঠিত হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি দু’দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সকাল পোনে ১১টার দিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাহিন্দ্রা রাজাপাকসে। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন শ্রীলংকার প্রধানমন্ত্রী। সবশেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় বেশ কয়েকজন সফরসঙ্গীও তার সাথে ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শেখ হাসিনার আমন্ত্রণে শুক্রবার ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ সময় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button