fbpx
বাংলাদেশঅন্যান্য

করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন

করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে আবারও মাঠে নেমেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা। এদিকে, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

করোনা ভাইরাস সংক্রমণের বছর পেরিয়ে, সম্প্রতি আবারও বাড়ছে আক্রান্তের হার। কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে তৈরী হয়নি সচেতনতা। এ অবস্থায় মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে আ্ইন শৃঙ্খলা বাহিনী।

করোনা সংক্রমণ উর্ধমুখী হলেও রাজধানীতে অনেকেই চলাফেরা করছেন মাস্ক ছাড়া। মাস্কবিহীন পথচারীদের মাস্ক পরিয়ে দেয় পুলিশ সদস্যরা।

এদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। এসময় দেশে ভ্যাকসিন তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সরকারের পাশাপাশি করোনা মোকাবেলায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button