fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রী

বাণিজ্য চুক্তির সুফল পেতে অবকাঠামো উন্নয়ন জরুরি: প্রধানমন্ত্রী

ভুটান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ’র পূর্ণ সুফল পেতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং এর সঙ্গে বৈঠককালে এ গুরুত্বারোপ করেন তিনি। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি জাহাজ নোঙর করার স্থান নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা।

এ ছাড়া, বাংলাদেশ এবং ভুটানের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষতঃ বাণিজ্য ও কানেক্টিভিটির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ সময়, তথ্যপ্রযুক্তি খাতে ভুটানকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাসও দেন তিনি।

বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশে অধ্যায়নরত ভুটানি শিক্ষার্থীদের এককালীন মাল্টিপল ভিসার অনুরোধের প্রেক্ষিতে, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button