fbpx
অর্থনীতিএশিয়াদেশবাংলাবানিজ্য সংবাদবাংলাদেশ

রমজান উপলক্ষ্যে বাজারে আগাম কেনাকাটা

রমজানকে সামনে রেখে বাজারে এখন, নিত্যপণ্যের আগাম কেনাকাটা। বেশি বিক্রি হচ্ছে ছোলা ও খেজুর। বিক্রেতারা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যের দাম কিছুটা উর্ধ্বমুখী। তবে, বাজার সিন্ডিকেট যাতে এ সুযোগে দাম বাড়াতে না পারে, সেজন্য দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে সরকারের নজরদারির তাগিদ দিয়েছেন ক্রেতারা।

পবিত্র মাহে রমজানের এখনো বাকি দুই সপ্তাহ। এরইমধ্যে পেঁয়াজ, তেল ও চিনিসহ বেশ কয়েকটি রমজানে ব্যবহার্য নিত্যপণ্য আগাম কেনাকাটা শুরু করেছেন অনেকে। বিশেষ করে বিক্রি বেড়েছে ছোলা ও খেজুরের।

বিক্রেতারা বলছে, চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা উর্ধ্বমুখী এসব নিত্যপণ্যের দাম। তবে, সিণ্ডিকেটের কারণে বাজার যাতে অস্থির না হয়, সেজন্য আগে থেকেই তদারকির কথা বললেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ অবস্থায় রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে, নজরদারির কোন বিকল্প নেই। এ বিষয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি প্রত্যাশা ক্রেতাদের।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button