সংক্রমণ ঠেকাতে সরকারী নির্দেশনায় মানুষের আস্থা

মহামারী করোনা নিয়ন্ত্রণে সরকারী নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে স্বাস্থ্যবিধি মানতে সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। এদিকে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোর কেভিড ইউনিটে সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।
গেল কয়েক দিনে দেশে ক্রমশ বাড়ছে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। আর তাই করোনাভাইরাস নিয়ন্ত্রণে, রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরণের জনসমাগম নিষিদ্ধ, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে নিরুৎসাহিত করাসহ দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার।
নির্দেশনা আশায়,অনেকটা স্বাস্থ্যবিধি মেনে চলছে বেশিরভাগ কার্যক্রম। একটু দেরি হলেও সরকারের এমন নির্দেশনা পেয়ে খুশি সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা সকলেই এই নির্দেশনা মানলে নির্মূল হবে মহামারি এই ভাইরাস।
এদিকে, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় ভিড় বেড়েছে হাসপাতালগুলোতে। পরীক্ষার পাশাপাশি রোগী ভর্তির ক্ষেত্রে দেয়া দিয়ে দিয়েছে সংকট। তবে সক্ষমতা বাড়াতে কাজ করছে সংশ্লিষ্টরা।
ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনার পাশাপাশি সবার সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ জরুরি বলেও মনে করে বিশেষজ্ঞরা।
বাংলাটিভি/শহীদ