স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতির জন্য এক ‘অনন্য উপহার’: প্রবাসী নেতারা

নানা কর্মসূচির মধ্য দিয়ে,বাংলাদেশসহ বিভিন্ন দেশে পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ। এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে, জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ায়,উচ্ছাস প্রকাশ করেন সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
শোষণ–বঞ্চনার পথ পেড়িয়ে দীর্ঘ সংগ্রামের পর যুদ্ধবিধ্বস্ত দেশ ‘তলাবিহীন ঝুড়ি’র তকমা নিয়ে শুরু করেছিল যাত্রা। আর সেই বাংলাদেশ উন্নয়নের দুর্বার গতিতে বিশ্বকে তাক লাগিয়ে পূর্ণ করেছে ৫০ বছর।
উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির জন্য, এক ‘অনন্য উপহার’ বলে মনে করেন প্রবাসী নেতারা।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সত্তার দুটি নাম। বাংলাদেশের উন্নয়নে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে।বলেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
টেকসই উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে, বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করেন,সেদেশে বসবাস করা বিশিষ্টজনেরা।
বাংলাটিভি/বিশ্ববাংলা