fbpx
আন্তর্জাতিকএশিয়াদুর্ঘটনা

ভারতে মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আইসিইউতে থাকা ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন  হাসপাতাল কর্তপক্ষ।

মুম্বাই শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত বিরারের বিজয় বল্লভ হাসপাতালে বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। ঘটনার সময় প্রায় ৯০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ১৩ জনের মৃত্যু হয়েছে। ২১ জনের অবস্থা সঙ্কটাপন্ন ছিল, তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে,বলে জানান হাসপাতালের প্রধান নির্বাহী দিলীপ শাহ।

আগুন লাগার খবর পেয়ে রোগীদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবরা পালঘর জেলায় অবস্থিত হাসপাতালটিতে ছুটে আসেন।

ভোরে সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল কর্মীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমন এক সময় হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটল যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যতিব্যস্ত মহারাষ্ট্রকে কোভিড-১৯ শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। মহামারীতে ভারতের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট

সংশ্লিষ্ট খবর

Back to top button